জননী
- সায়েল আচার্য
জননী জঠর তব কেন চাহিয়া থাকো বারেবারে
তোমার গর্ভে সঞ্চিত মহাপাপ এই ম্লান ভূধরে—
জানি তব সত্যি, প্রীতি, এই মহা উষ্ণারম্ভে
জ্বালিয়াছি বিহিত তির্যক বাণ এই গগন উৎসারে।
সৃষ্টি শিথিল ওই আলোক'বিন্দু কিঞ্চিৎ উৎকণ্ঠা দূর কাননে
দৃষ্টি যত তত তমসা দূর আকাশভেদী মহাকাশে;
আমি'তো জানিনে পাপ কী করি লাঘুব এই সৃষ্টে
জন্ম হোক উদগ্রীব ফ্যাকাশে হেথায় উৎকণ্ঠা মূল ভূমে।
জাগি আরো নয়নাভিরাম এই নিয়ামক বেদনাহেতু;
কাল'অ যেন ঝরে পড়ে জগতের এই বৈসাদৃশ্যে
শুধু চাহি ইহ গোলকে সুদূর বিস্তৃত জলরাশি;-
তারি তরে সুফল হইয়াছে ব্রহ্মাণ্ডের কোটি রাশি,
বিশ্বজগত কেবলি চাহিয়া রইয়াছে তোমারি পানে
জননী'র দাগ কেহ ভুলিতে পারিবেনা এ অমৃত ধামে।।
২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।